দুর্বৃত্তদের গুলিতে নিহত ২

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪০ এএম

রাঙামাটির নানিয়ারচর উপজেলার পাহাড়ি এলাকায় দুর্বৃত্তদের হামলায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ-এর কর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার বুড়িঘাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইউপিডিএফ কর্মী আকর্ষণ চাকমা ও সুমন্ত চাকমা। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুড়িঘাট ইউনিয়নের রামহড়ি পাড়ায় আঞ্চলিক দল জনসংহতি-জেএসএস (এমএন লারমা)  সমর্থিত একদল যুবক ভোরে নিহতদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। নিহতরা পাহাড়ের আরেকটি আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী।

এ সময় উভয়ের মধ্যে গুলি বিনিময় হয়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে দুই ইউপিডিএফকর্মী ঘটনাস্থলে নিহত হন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, পাহাড়ের দু’টি সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছে। সেখান পৌঁছানোর পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বিডি২৪লাইভ/ওয়াইএ 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: