‘ইসরায়েলের ধ্বংস ঘনিয়ে এসেছে’ 

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫০ এএম

তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ হাসান আবু তোরাবি ফার্দ বলেছেন, ইমাম হুসাইন (আ) ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন ও বাহরাইনের জনগণের আদর্শ এবং তিনি বিশ্বের মুক্তিকামী মানুষকে বীরত্বের শিক্ষা দিয়েছেন। 

শুক্রবার (২১ সেপ্টেম্বর) তেহরানের জুমা নামাজের খোতবায় এই মন্তব্য করেন তিনি।

আবু তোরাবি ফার্দ বলেন, ইরানের ওপর চাপিয়ে-দেয়া আট বছরের প্রতিরোধ যুদ্ধে আশুরার শিক্ষার প্রতিফলন ঘটেছিল এবং তা লেবানন ও ইরাকের জনগণকে দাম্ভিক ও আধিপত্যকামী শক্তিগুলোর মোকাবেলায় রুখে দাঁড়ানোর শিক্ষা দিয়েছে।

ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলের নেতানিয়াহু ও সৌদি যুবরাজ বিন সালমানের আচরণ বিশ্লেষণ করে হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ হাসান আবু তোরাবি ফার্দ বলেন, ইরানের গত ৪০ বছরের ভূমিকা ও অভিজ্ঞতা মার্কিন সরকার আর বিশ্ববাসীর কাছে স্পষ্ট। 

ইসরায়েলের ধ্বংস ঘনিয়ে এসেছে জানিয়ে তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানে না তাদের ধ্বংসের সময় ঘনিয়ে এসেছে।

বিডি২৪লাইভ/এএইচ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: