হাজী সমাবেশ

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২৭ পিএম

শেরপুরে হজে গমনে ইচ্ছুকদের হজের নিয়মকানুন সম্পর্কে ধারণা প্রদান ও পুরাতন হাজীদের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষে হাজী সমাবেশ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের খরমপুর নতুন বাজার নির্ঝর কমিউনিটি সেন্টারে এ হাজী সমাবেশের আয়োজন করা হয়।

নিবিড় হজ কাফেলার স্বত্বাধিকারী হাফেজ শফিকুর রহমানের সঞ্চালনায় হাজী সমাবেশে সভাপতিত্ব করেন ইত্তেফাকুল ওলামা শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা আজিজুল হক।

এ সময় হজের গুরুত্ব তাৎপর্য ও নিজেদের হজ করার অভিজ্ঞতা বিনিময় করেন প্রধান অতিথি তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা সিদ্দিকুর রহমান, আলহাজ্ব সাইফুল ইসলাম স্বপন, অ্যাডভোকেট তৌহিদুর রহমান, সিরাজুল ইসলাম প্রমুখ।

পরে দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পুরাতন হাজীসহ হজ গমনে ইচ্ছুক পাঁচ শতাধিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: