‘তারা সবাই মঞ্চে বসে ঘুমাচ্ছে’

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৯ পিএম

 

 

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃতীয় দফা সাংগঠনিক সফরে সড়কপথে ঢাকা থেকে কক্সবাজার নির্বাচনী যাত্রা করছেন ওবায়দুল কাদের। গত শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয় থেকে তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল রওয়ানা করে। পথে তারা বিভিন্ন স্থানে সমাবেশ করেন।

সড়কপথে নির্বাচনী সফরের দ্বিতীয় দিন রবিবার (২৩ সেপ্টেম্বর) ওবায়দুল কাদেরের নেতৃত্বের প্রতিনিধি দলটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে সকালে রওয়ানা দেয়। পথিমধ্যে বিকালের দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীস্হ ইসহাক মিয়া সড়ক উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক।

সেখানে তিনি বলেন, ‘আলোচনার টেবিলে বসে ঘুমিয়ে ঘুমিয়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি। এরকম আশা করলে সেটা সফলও হবে না কখনো পূরণও হবে না।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির এখন কোন শক্তি নেই। এবার ঐক্য প্রক্রিয়া, ঐক্য ফ্রন্ট নামের দলে অংশ নিয়েছে তারা। তারা নাকি জাতীয় ঐক্য গঠন করবে। কিন্তু তারা সবাই মঞ্চে বসে ঘুমাচ্ছে।’

‘আমরা শেখ হাসিনা দলের সদস্যরা চট্টগ্রামের চুনতীতে এসে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে উন্নয়নের কথা গণমানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছি। অন্যদিকে শেখ হাসিনা বিরোধীরা ঢাকায় বসে ষড়যন্ত্র করছে। নেত্রী এখন জাতিসংঘে। বঙ্গবন্ধু কন্যা এখন সারা বিশ্বে রোল মডেল।’

‘বাংলাদেশ আজ মহাকাশে’ জানিয়ে সরকারের এই মন্ত্রী বলেন, ‘এখন আমরা খেলা দেখি আমাদের নিজের স্যাটেলাইটে। আগে ভাড়া করা স্যাটেলাইটে খেলা দেখতাম। এখন দেখি বঙ্গবন্ধু স্যাটেলাইটে। আজ সোলো কোটি মানুষের মধ্যে চৌদ্দ কোটি মানুষের হাতে মোবাইল ফোন। এ সুযোগ একমাত্র প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কারণে। দশ কোটি মানুষের ঘরে এখন ইন্টারনেট।’

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আগে রেজিস্ট্রেশন কার্ডে পিতা পরিচয়ে পরিচিত হতো। শেখ হাসিনা ক্ষমতায় এসে মাতৃত্ব পরিচয়ে পরিচিত হতে কাজ করেছেন। মেয়েরা এ সম্মানের প্রতিদান আগামী নির্বাচনে শেখ হাসিনাকে দিবেন। এখন বাচ্ছাদের উপবৃত্তির টাকা মায়েদের মোবাইলে পৌঁছে যায়।’

এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, একেএম এনামুল হক শামীম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বিজ্ঞান ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক আবদুস সবুর, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মুহাম্মদ জয়নাল আবেদীন বীর বিক্রম, সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য ড. অধ্যাপক আবু রেজা মুহাম্মদ নেজামু্দ্দীন নদভী, চন্দনাইশ-সাতকানিয়া আংশিক আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, পটিয়া আসনের সংসদ সদস্য শামসুল আলম, বাঁশখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, জেলা প্রশাসক মুহাম্মদ ইলিয়াছ হোসাইন, চট্টগ্রাম রেঞ্জে ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নূরে আলম মিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।

বিডি২৪লাইভ/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: