মোস্তাফিজের ম্যাচ জেতানো বোলিং নিয়ে যা বললেন তাসকিন ও আশরাফুল

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৩৫ পিএম

টানটান উত্তেজনার ম্যাচে শেষ ওভারে ৮ রান প্রয়োজন ছিল আফগানিস্তানের। হাতে ছিল ৪টি উইকেট। কিন্তু মোস্তাফিজের জাদুকরি বোলিংয়ে সেই ৮ রানই নিতে পারলনা আফগানরা। উল্টো ৩ রানের বিজয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। কাটার মাস্টারের সেই বিস্ময়কর বোলিং নিয়ে প্রশংসায় মেতেছেন সবাই। এবার সেই বিষয়ে মুখ খুললেন জাতীয় দল থেকে বাদ পড়া তাসকিন আহমেদ ও সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল।

তাসকিন অকপটে করলেন মোস্তাফিজের প্রশংসা, ‘খুবই ভাইটাল একটা ম্যাচ ছিল। আর মোস্তাফিজ তাতে যা করেছে তা অসাধারণ। সবার ছোট ছোট অবদানগুলোও ভূমিকা রেখেছে। মাশরাফি ভাইয়ের দুই উইকেট প্রাপ্তি, ইমরুল ভাই ও মাহমুদুল্লাহ ভাইয়ের জুটি, ফিল্ডিংযে ভালো কিছু ক্যাচ নিতে পারা এরকম বিষয়গুলো জিততে সহায়তা করেছে। আর মোস্তাফিজ আসলে এ মানেরই একজন বোলার যাকে কমিটেডলি শট খেলতে গেলে মিস হওয়ার চান্সই বেশি। ওর কাটারটা ভয়ানক।’

এদিকে সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুলও প্রশংসায় ভাসালেন মোস্তাফিজকে, ‘আমার কনফিডেন্স ছিল যে ও শেষ ওভারে ওদের আটকাতে পারবে। আর সেটাই ঘটেছে। মোস্তাফিজ আসলে তার ক্যারিয়ারের শুরু থেকেই ডিফরেন্ট। ওর মধ্যে সেই প্রতিভা আছে যা দিয়ে প্রতিপক্ষকে হারানো সম্ভব। মাঝে চোটের কারণে কিছু দিন ওর খারাপ সময় গেছে। তবে এখন ও আবারও ফিরে আসছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে এটা দরকার ছিল। বাংলাদেশের জন্য এবং মোস্তাফিজের জন্য এটা খুবই প্রয়োজন ছিল। সামনের ম্যাচেও এই পারফর্ম্যান্সটা আমাদের রসদ যোগাবে।’  

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: