পাকিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ৭ সেনা নিহত

জঙ্গি নিধনে উঠে পড়ে লেগেছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে হঠাৎ করেই আক্রমণ চালায় পাকসেনারা। সেখানে একেবারে গোপন ঘাঁটিতে হানা দেয় সেনাবাহিনীর একটি বিশেষ দল।
দু’পক্ষের সংঘর্ষে মৃত্যু হয়েছে সেনাবাহিনীর সাত সদস্যের। অপরদিকে নয় জঙ্গি নিহত হয়েছে। খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার ঘারলামাই এবং স্পেরা কুনার আলগাদ এলাকায় আক্রমণ চালায় পাক সেনারা। জঙ্গি-সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা।
পাকিস্তান সেনাবাহিনী সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় গোপনে ঘাঁটি তৈরি করেছে জঙ্গিরা। আর সেখানে চলছে জঙ্গি কার্যকলাপও। সেই খবর গোপন সূত্রে এসে পৌঁছেছে পাকিস্তান সেনাবাহিনীর কাছে। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে জঙ্গিদের ডেরায় অতর্কিত আক্রমণ চালিয়েছে সেনাবাহিনীর বিশেষ দলটি।
প্রথমে সেখানে পৌঁছেই তল্লাশি শুরু হয়। কিন্তু গোপন এই ডেরায় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়েই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীর সদস্যরাও। জঙ্গিদের গুলিতে নিরাপত্তাবাহিনীর সাতজন প্রাণ হারায়।
বিডি২৪লাইভ/ওয়াইএ
সর্বশেষ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ, বাড়ি # ৩৫/১০, রোড # ১১, শেখেরটেক, মোহাম্মদপুর, ঢাকা - ১২০৭,
ই-মেইলঃ info@bd24live.com,
ফোন: ০২-৫৮১৫৭৭৪৪
বার্তা প্রধান: ০৯৬১১৬৭৭১৯০
নিউজ রুম: ০৯৬১১৬৭৭১৯১
মফস্বল ডেস্ক: ০১৫৫২৫৯২৫০২
ই: office.bd24live@gmail.com
Site Developed & Maintaned by: Primex Systems