ছাত্রলীগের হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন 

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫৪ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের দুই শিক্ষার্থীর উপর ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে ‌‘জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ পরিবার’ এর ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মাানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ সমিতি, জাবি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট জাবি সংসদ সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জাবি শাখার সাংগঠনিক সম্পাদক শোভন রহমান বলেন, ছাত্রলীগ বরাবরই এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড করেই চলছে। তাদের হাতে ক্যাম্পাসের কোন শিক্ষার্থী নিরাপদ নয়। এর আগেও এরকম ঘটনা ঘটেছে। আমরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

লোক প্রশাসন বিভাগের ৪১ তম আবর্তনের এনামুল হক বলেন, ছাত্রলীগ কর্তৃক মারধরের এই ঘটনায় শুধু একজন সাংবাদিক মারধরের শিকার হননি বরং একজন ছাত্রীও মারধরের শিকার হয়েছেন। এ ধরনের ঘটনা আমাদের জন্য কি বার্তা দেয়। এ ধরনের কর্মকাণ্ড করে  হামলাকারীরা পার পেয়ে যাচ্ছে। এভাবে একটি ক্যাম্পাসে শিক্ষার্থীরা অনিরাপদে থাকতে পারে না। প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিন। 

জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী দেবজ্যোতি ঘোষের সঞ্চালনায় মানববন্ধনে সমাপনী বক্তব্যে শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, ছাত্রলীগ কর্তৃক এ ধরনের হামলা বন্ধ করতে হবে। তা না হলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। অতিদ্রুত অভিযুক্তদের শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাাবি জানাচ্ছি। সেই সাথে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে নিজেদের সজাগ থাকার আহবান জানাচ্ছি।

মানববন্ধনে সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক মারুফ মোজাম্মেল, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাঈনুদ্দিন মাইনু, আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী অরবিন্ত অরিত্র, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. মূসা প্রমুখ বক্তব্য রাখেন।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: