মৃত্যুর কাছে হার মানল স্ত্রী, প্রহর গুনছে স্বামী  

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৪ এএম

দীর্ঘ কয়েক বছর ধরে মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত থেকে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন পাবনার চাটমোহর উপজেলার বালুদিয়ার গ্রামের ক্যান্সার আক্রান্ত দম্পতির একজন। গত সোমবার দুপুরে ঢাকার একটি বে-সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সেলিনা পারভিন নামের এই গৃহবধূর। 
নিহত সেলিনা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের ক্যান্সার আক্রান্ত আবুল হাসান খন্দকারের স্ত্রী। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে কন্ঠনালিতে ক্যান্সার ধরা পড়ে আবুল হাসানের। একমাসের ব্যবধানে স্ত্রী সেলিনা পারভিনও স্তন ক্যান্সারে আক্রান্ত হন। এরপর জমিজমা বিক্রি করে ঢাকায় পিজি হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, ইএনটি এন্ড হেড-নেক ক্যান্সার হাসপাতাল এবং ডেলটা হাসাপাতালে চিকিৎসা করান এই দম্পতি। চিকিৎসক বলেছিলেন রেডিওথেরাপি ও কেমোথেরাপি দিতে হবে। চিকিৎসা করালে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এতে দু’জনের চিকিৎসায় খরচ হবে ৪৮ লাখ টাকা। কিন্তু টাকার অভাবে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে আসেন আবুল হাসান। অর্থভাবে ওষুধ খাওয়া বন্ধ ও সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হন তারা। চিকিৎসার জন্য অর্থ চাইতে পারেন এমন ভয়ে স্বজনরাও খোঁজ খবর নেয়া বন্ধ করে দেন। বিভিন্ন জায়গায় ধর্না দিয়েও মেলেনি কোন সহযোগিতা। বাঁচতে চেয়ে সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছিলেন আবুল হাসান। তবে সর্বশেষ স্থানীয় সংসদের নিকট চিকিৎসার সহায়তা চেয়ে আবেদন করলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কিছু টাকা অর্থ সহায়তা পেয়েছিলেন আবুল হাসান। সেই টাকা দিয়ে ঢাকায় চিকিৎসারত অবস্থায় সোমাবার দুপুরে মারা যান আবুল হাসানের স্ত্রী সেলিনা বেগম। বর্তমানে আবুল হাসানের অবস্থাও বেশ করুন। জীবন মৃত্যুর সন্ধিক্ষনে অসুস্থ অবস্থায় শয্যাগত অবস্থা তার।

ঘটনার সত্যতা স্বীকার করে মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল বলেন, নিহত গৃহবধূ সেলিনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। এলাকায় এক সঙ্গে স্বামী-স্ত্রীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনা বিরল। ইতিপূর্বে এই দম্পতির জন্য সংসদ সদস্য মকবুল সাহেবের নিকট সাহায্যের আবেদন করিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বেশ কিছু টাকা তাদের প্রধান করা হয়েছিল। এখন অসুস্থ আবুল হাসানের চিকিৎসার ব্যাপারেও সাধ্যনুযায়ী সহযোগীতা করা হবে।

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: