মুশফিক-মিথুনের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৪ পিএম

মুশফিকুর রহিম মোহাম্মাদ মিথুনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এর আগে ১২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। অন্যদিনগুলোর মতে আরো একবার ব্যর্থ হয়েছে দলের টপ অর্ডার। জুনাইদ খান ও শাহিন আফ্রিদির দুর্দান্ত পেস অ্যাটাকে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। সেই অবস্থা থেকে দলকে উদ্ধার করেন মুশফিক ও মিথুন। এই দুই ব্যাটসম্যানের অনবদ্য জুটিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ১৯ ওভার ৩ বলে ৩ উইকেটে ৮০ রান। মুশফিক ৪০ ও মিথুন ২৭ রানে ব্যাট করছেন।

এর আগে হাইভোল্টেজ ম্যাচে ব্যাটিংয়ে নেমেই সৌম্য ও মুমিনুলের উইকেট হারায় বাংলাদেশ।দীর্ঘদিন পর দলে সুযোগ পেয়ে আরো একবার ব্যর্থ হন এই বাঁহাতি ওপেনরা। জুনাইদ খানের বলে দলীয় ৫ রানের মাথায় শূণ্য রানে সাজঘরে ফিরেছেন তিনি। এরপরই একটি চার মেরে বিদায় নিয়েছেন মুমিনুল। শাহীন আফ্রিদির বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

দুই দলের একাদশ:

বাংলাদেশ: মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

পাকিস্তান: সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, আসিফ আলী, ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম,শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী, জুনাইদ খান, শাহিন শাহ আফ্রিদি।

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: