ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি

প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০৩:৩৫ পিএম

গোপালগঞ্জ জেনারেল হাসপতালে কর্মরত ৪২ ইন্টার্নি চিকিৎসক বেতন ভাতার দাবিতে কর্ম বিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল থেকে তারা হাসপাতাল চত্বরে অবস্থান নিয়ে কর্ম বিরতি শুরু করে। পরে ওই চিকিৎসকরা হাত হাত ধরে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।

&dquote;&dquote;

কাজ শুরু করার ৩ মাস অতিক্রান্ত হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বেতন ভাতা দিতে ব্যর্থ হয়েছে। এছাড়া হাসাপাতালে ডিডি ডা. চৌধুরী ফরিদুল ইসলাম ১ অক্টোবর বেতন দেয়ার আশ্বাস দেয়ার পরও ১০ অক্টোবর পর্যন্তও বেতন দিতে পানেননি। একই দাবিতে গতকাল ও (বুধবার) কর্ম বিরতি পালন করেছেন তারা।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: