আখাউড়া স্থলবন্দর ৬ দিনের ছুটির ফাঁদে

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০৩:৩৫ পিএম

সাদ্দাম হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : দুর্গাপুজা উপলক্ষে ৬ দিনের ছুটির ফাঁদে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। ১৫ অক্টোবার সোমবার থেকে ২০ অক্টোবার শনিবার পর্যন্ত একটানা ৬ দিন স্থলবন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

এ সময় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দু’দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে স্থলবন্দর কর্তৃপক্ষ। 

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজা ও সাপ্তাহিক বন্ধের কারণে ১৫ অক্টোবার সোমবার থেকে ২০ অক্টোবার শনিবার পর্যন্ত আখাউড়া স্থল বন্দর দিয়ে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। 
২১ অক্টোবর রবিবার সকাল থেকে যথারীতি বন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: