বাজারে গ্রামীণফোনের নতুন সিরিজ ০১৩

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০৮:৩৭ পিএম

দেশের মোবাইলফোন ব্যবহারকারীদের জন্য ‘০১৭’ সিরিজের পাশাপাশি নতুন নম্বর সিরিজ ‘০১৩’ চালু করলো গ্রামীণফোন। রবিবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে নতুন এই নম্বর স্কিমের উদ্বোধন করে গ্রামীণফোন। ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারকে প্রথম কল করে নতুন নম্বর সিরিজের উদ্বোধন করা হয়।

গ্রামীণফোন জানায়, এখন থেকে ০১৩ সিরিজের নম্বর বাজারে পাওয়া যাবে এবং ক্রেতারা এটি কিনতে পারবেন। এটির সেবা গ্রামীণফোনের অন্য নম্বরের মতোই হবে।

টেলিফোনে কথা বলার সময় মন্ত্রী বলেন, ‘যে সাহসের সাথে আপনারা সারাদেশে নেটওয়ার্ক বিস্তার করেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই, আমার দৃঢ় বিশ্বাস যে এই বিপুল সংখ্যক গ্রাহকের জন্য সেবার মান বজায় রাখাও আপনাদের জন্য কঠিন হবে না।’

অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে ০১৩ নম্বর সিরিজ চালু করতে পারায় গ্রামীণফোনকে অভিনন্দন জানান প্রধান অতিথি। তিনি আশা করেন যে প্রতিষ্ঠানটি তাদের ‘সুনাম অনুযায়ী উন্নত সেবা বজায় রাখতে সক্ষম হবে’।

অনুষ্ঠানে গ্রামীণফোনের উপপ্রধান নির্বাহী ইয়াসির আজমান জানান, এখন গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা ৭ কোটি ১০ লাখ। চলতি বছরের মধ্যে তারা সারা দেশে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেবেন। এখন দেশের ৯৯ শতাংশ মানুষ থ্রি-জির আওতায় এসেছে।  অপারেটরটি ০১৩১ ও ০১৩২ সিরিজে ২ কোটি নম্বর বরাদ্দ পেয়েছে। ০১৩ সিরিজের বাকি নম্বর বিটিআরসি এখনো বরাদ্দ দেয়নি। প্রয়োজন অনুযায়ী তা বরাদ্দ দেওয়া হবে।

অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেনসহ প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২৬ মার্চ গ্রামীণফোন যাত্রা করে। যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার অদূরের একটি গ্রামে লাইলি বেগমকে কল করার মাধ্যমে। আর এরপর থেকেই গ্রামীণফোন বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের অগ্রণী প্রতিষ্ঠানে পরিণত হয়। বর্তমানে ৭১ মিলিয়ন গ্রাহককে সেবা প্রদান করার মাধ্যমে এটি বিশ্বের সর্ববৃহৎ ২০টি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে।

গত ২১ বছরে দেশের ৯৯% জনগণকে উচ্চ গতিসম্পন্ন মোবাইল ইন্টারনেট সেবা প্রদান করার মাধ্যমে সর্ববৃহৎ নেটওয়ার্ক স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। গ্রামীণফোন সবসময় তার গ্রাহকদেরকে অগ্রাধিকার প্রদান করে এবং নিরবচ্ছিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এজন্য ২০১৮ সালে ওকলা, দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক হিসেবে ঘোষণা দেয় গ্রামীণফোনকে।

&dquote;&dquote;

এই দীর্ঘ যাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের কাছ থেকে অকুণ্ঠ ভালোবাসা পেয়েছে যার ফলে ০১৭ নম্বরের ব্যাপক চাহিদা সৃষ্টি হয় এবং ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে ০১৭ সিরিজের নম্বর শেষ হয়ে যেতে থাকে। গ্রামীণফোনের উন্নত নেটওয়ার্ক ও সেবা যেসব গ্রাহকরা উপভোগ করতে চেয়েছেন তাদের চাহিদা মেটাতে ০১৭ সিরিজের নতুন নম্বরের অভাবে প্রতিষ্ঠানটি তাদের পুরাতন নম্বরগুলোকে পুনঃব্যবহার করে। এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির অনুরোধ সাপেক্ষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ০১৩ সিরিজের ২ কোটি নম্বর বরাদ্দ করে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: