গরিব-দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৪:২৫ পিএম

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বরাদম আর্মি ক্যাম্প এলাকার ডানে বানছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে গরিব ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। এতে প্রায় আড়াই শতাধিক পাহাড়ি নারী-পুরুষে মাঝে বিনামূলে চিকিৎসা সেবা ও ঔষুধপত্র বিতরণ করা হয়।

সোমবার (১৫ অক্টোবর) সকাল ৯ টায় দীঘিনালা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন ফয়সাল আখতার উপস্থিত থেকে দুস্থ গরীব রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন।

দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার দুর্গম এলাকার লোকজনগুলো চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। এই মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে দুর্গম এলাকায় চিকিৎসা সেবা পৌঁছে দেয়া হচ্ছে। ভবিষ্যতে এই রকম মেডিকেল ক্যাম্পেইন বিভিন্ন স্থানে নিয়মিত পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: