ব্রাহ্মণবাড়িয়ায় নৈশপ্রহরী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০৪:০০ পিএম

সাদ্দাম হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া থেকে: ব্রাহ্মণবাড়িয়া নাটাই উত্তর ইউনিয়নে নৈশপ্রহরী জয়নাল আবেদীন হত্যা মামলায় প্রধান আসামি আব্দুল মতিনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম এ রায় দেন। এ মামলায় অপর আসামি হুমায়ুন মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়।

গত ২০১৪ সালের ১৬ জুলাই দিবাগত মধ্যরাতে কুপিয়ে হত্যা করায় মতিন নামে এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিন সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের আবদুল হক দফাদারের ছেলে।

জানা যায়, গত ১৭ জুলাই নিহতের স্ত্রী মোছাম্মৎ শাহানা খাতুন সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ এ মামলায় ভাটপাড়া গ্রামের বাসিন্দা হুমায়ূন ও মতিনকে গ্রেফতার করে। পরে মতিন হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: