সংসদের অধিবেশন বসছে রবিবার

প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০৩:৩২ পিএম

চলতি সংসদের ২৩তম অধিবেশন রোববার (২১ অক্টোবর) শুরু হবে। এদিন বিকেল সাড়ে চারটায় অধিবেশন শুরু হবে। এটিই হতে পারে দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ গত বৃহস্পতিবার সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদ অনুযায়ী অধিবেশন আহ্বান করেছেন।

এই অধিবেশন কতদিন চলতে পারে তা সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। বরাবরের মত অধিবেশন শুরুর একঘন্টা আগে এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে সংসদের ২২তম অধিবেশনটি ২০ সেপ্টেম্বর শেষ হয়। শুরু হয়েছিল ৯ সেপ্টেম্বর। সেই অধিবেশন ১০ কার্য দিবস চললেও ১৮টি বিল পাস করে রেকর্ড করে।

বিডি২৪লাইভ/এএইচ/এএইচ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: