চাপের মুখে ধুঁকছে জিম্বাবুয়ে

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ০৮:৩২ পিএম

সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ২৭২ রানের বিশাল লক্ষ্যের জবাবে চাপে পড়েছে জিম্বাবুয়ে। টপ অর্ডারের ৫ ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকছে সফরকারীরা। নিয়ন্ত্রিত বোলিংয়ে তাদের চেপে ধরেছে টাইগাররা। নাজমুল ইসলাম অপু তুলে নিয়েছেন দুইটি উইকেট। এই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২৬ ওভার ৩ বলে ৫ উইকেটে ১০৩ রান।

এর আগে ব্যাট করতে নেমে ভালো সূচনা করে জিম্বাবুয়ে। ওপেনার সেফাস ঝুয়াও যথেষ্ট আগ্রাসী হয়ে চড়াও হন টাইগার বোলারদের উপর। তবে ৪৮ রানের মাথায় তাকে বোল্ড করেন মোস্তাফিজ। সাজঘরে ফেরার আগে ২৪ বলে ৩৫ রানের ইনিংস খেলেছেন তিনি। এরপর অধিনায়ক মাসাকাদজার সাথে জুটি বাঁধেন ব্রেন্ডন টেইলার। তবে টেইলরকে দলীয় ৫৯ রানে বোর্ড করে বাংলাদেশকে উল্লাসে ভাসান স্পিনার নাজমুল ইসলাম। স্থির হতে পারেননি মাসাকাদজাও। দলীয় ৬৩ রানে ২১ রান করে বিদায় নেন তিনি। এরপর ৮৮ রানে সিকান্দার রাজা ও ১০০ রানে আউট হন আরভিন। 

এদিন প্রথমে ব্যাট করে ওপেনার ইমরুল কায়েসের ব্যাটিং বীরত্বে জিম্বাবুয়ের বিপক্ষে রানের ২৭১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। ১৪৪ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেছেন ইমরুল। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ৫০ রান করেছেন সাইফউদ্দিন। এছাড়া ৩৭ রান এসেছে মিথুনের ব্যাট থেকে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২৭১/৮ (৫০ ওভার শেষে)
ইমরুল ১৪৪, সাইফউদ্দিন ৫০
জার্ভিস ৪/৩৭

জিম্বাবুয়ে: ১০৩/৫ (২৬.৩ ওভারে)
ঝিয়াও ৩৫
নাজমুল ২/২২

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: