অনবদ্য জয়ের পর যা বললেন মাশরাফি

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ১০:৩১ পিএম

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৮ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এর ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।িএমন জয়ের পর স্বস্তির সুবাতাস বইছে বাংলাদেশ শিবিরে। তবে পুরোপুরি সন্তুষ্ট নন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচ শেষে জানালেন আক্ষেপের কথা, ‘আসলে জয়ের পরও আপনাকে ভুলগুলো নিয়ে ভাবতে হবে। আমি পুরোপুরি সন্তুষ্ট নই। কারণ, আমরা শুরুতেই তিনটি উইকেট হারিয়ে ফেলেছি। টপ অর্ডারের আরো ভালো করা উচিত ছিল।’ 

প্রশংসা ঝরল সেঞ্চুরি করা ইমরুলের জন্য, ‘ইমরুল দারুণ খেলেছে। ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। একই কথা সাইফউদ্দিনের জন্য। ওদের দুজনের জুটিটা দারুণভাবে আমাদের সহায়তা করেছে।’ শেষদিকে জিম্বাবুয়ে বেশ ভালো ব্যাট করেছে সে প্রসঙ্গে ম্যাশ জানালেন, ‘আমরা আরো সক্রিয় থাকলে ওদের ঠেকানো যেত। তবে সেটা হয়নি। কিছু অতিরিক্ত রান যোগ হয়েছে। পরবর্তীতে এটা যাতে না হয় সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে।’

প্রসঙ্গত, প্রথমে ব্যাট করে ইমরুল কায়েসের ১৪৪ রানের ইনিংসের সুবাদে সফরকারীদের ২৭২ রানের বিশাল লক্ষ্য দেয় মাশরাফি বাহিনী। জবাবে ২৪৩ রানে থেমে যায় জিম্বাবুয়ে। ২৮ রানের সহজ জয় পায় টাইগাররা। 

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: