ভারতে ঢুকে ৩ সেনাকে হত্যা করেছে পাকবাহিনী

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৫:৩২ পিএম

ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর ধারণা করা হয়েছিল পাক-ভারত সম্পর্ক কিছুটা হলেও স্বাভাবিক হবে। কিন্তু ঘটল ঠিক উল্টোটা। রোববার (২১ অক্টোবর) দুপুরে ভারতের সীমানার মধ্যে ঢুকে দেশটির ৩ সেনা সদস্যকে হত্যা করেছে পাকিস্তানি সেনা সদস্যরা।

এ ঘটনার পর থেকে দেশ দুটোর সীমান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

জানা যায়, পাকিস্তান সীমান্তের ৫০ মিটার ভেতরে ঢুকে ‘বর্ডার অ্যাকশন টিম’ এ হামলা চালায়। হামলাকারীদের কাছে যুদ্ধে নিয়োজিত সেনাদের মতোই গোলাবারুদ ছিল। তবে ভারতীয়দের পাল্টা হামলায় ২ পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে খবর দিয়েছে বেশ কিছু স্থানীয় গণমাধ্যম।

&dquote;&dquote;

যে তিনজন সেনা সদস্য নিহত হয়েছে তারা হলেন, হাবিলদার কওশল কুমার, ল্যান্স নায়েক রজনীত সিং ও রাইফেলম্যান রজত কুমার বাসান। এছাড়াও রাকেশ কুমার নামের এক সেক্টর রাইফেলম্যান আহত হয়েছে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: