কার্গোর ধাক্কায় ভেঙে পড়ল ব্রিজ, যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৮:৫৯ পিএম

ঝালকাঠির রাজাপুরে বালু বহন কারী কার্গোর ধাক্কায় ব্রিজ ভেঙ্গে বিধ্বস্ত হয়েছে। ফলে উপজেলার ২টি ইউনিয়নের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সোমবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিতে উপজেলার চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। 

থানা পুলিশ ও উপজেলা প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানা পুলিশ কার্গোর ২ শ্রমিক সায়মুন ও হাছানকে আটক করেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬ টার দিকে কার্গোটি ঐ ব্রিজের ওপর ধাক্কা দিলে ব্রিজটি সম্পূর্নরুপে বিধ্বস্ত হয় এবং ৭টি গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিধ্বস্ত ব্রিজের চাপায় কার্গোটি আটকে পরে। এ ঘটনায় উপজেলা প্রকৌশলী লুৎফর রহমান রাজাপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন। 

&dquote;&dquote;

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুল আরেফিন জানান, কার্গোর দুই শ্রমিককে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। 

&dquote;&dquote;

উপজেলা প্রকৌশলী লুৎফর রহমান জানান, কার্গো এমভি হিযরত ১ এর মালিক মাসুদের কাছে ব্রিজে ক্ষতি নির্ধারণ করে তা দাবি করা হবে।  

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: