‘পুলিশ সদস্যদের অপেশাদার আচরণের দায় বাহিনী নেবে না’

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০২:৫৮ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘পুলিশের কোনও সদস্য অপেশাদার আচরণ করলে তার দায়-দায়িত্ব বাহিনী নেবে না, সেই সঙ্গে তাকে শাস্তির আওতায়ও আনা হবে।’

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকালে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ উপলক্ষে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। 

তিনি বলেন, জনগণের নিরাপত্তা বিঘ্নের কোন ঘটনা ঘটলে তার বিরুদ্ধে অত্যন্ত কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে।

জনগণের প্রত্যাশা মোতাবেক সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তাই ট্রাফিক আইন মেনে চলতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

সম্প্রতি চেকপোস্টে তল্লাশি না করে এক নারীর সঙ্গে বিরূপ ও খারাপ আচরণের ভিডিও ভাইরাল হবার পর পুলিশের আচরণগত উন্নতিতে কোনও ওরিয়েন্টশন আছে কিনা জানতে চাইলে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘গভীর রাতে চেকপোস্টে এক নারী সিএনজি যাত্রীকে পুলিশের তল্লাশিকালে খারাপ আচরণের ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যে এই ভিডিওটি আপলোড করেছেন তিনিও পুলিশ সদস্য। তিনি ভেবেছিলেন ওই ভিডিওটা প্রকাশ করলে তার হয়তো সুনাম হবে। কিন্তু তিনি যে অপেশাদার আচরণ করেছেন তা বোঝার ক্ষমতা উনার নেই।’

ডিএমপি কমিশনার বলেন, ‘ঘটনার সুষ্ঠু তদন্তে ৪৮ ঘণ্টার সময় দিয়ে মতিঝিল বিভাগের উপ-কমিশনারের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর দায়-দায়িত্ব নির্ধারণ করে, যারা ওই নারীর সঙ্গে খারাপ আচরণ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, গত ২২ অক্টোবর ঢাকার রাস্তায় গভীর রাতে পুলিশের চৌকিতে তল্লাশির নামে এক নারী হেনস্তার শিকার হন। ওই নারীর সঙ্গে দুর্ব্যবহারের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে দেয়া হয়। ভিডিওটি যিনি ছড়িয়ে দিয়েছেন, তিনি নিজেকে বাংলাদেশ পুলিশের একজন কনিষ্ঠ কর্মকর্তা বলেও পরিচয় দেন।

বিডি২৪লাইভ/এএইচ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: