পাংশায় ভিকটিম সার্পোট সেন্টার উদ্বোধন 

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০৫:২৮ পিএম

রাজবাড়ীর পাংশা মডেল থানায় ভিকটিম সাপোর্ট সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম পাংশা মডেল থানায় ভিকটিম সার্পোট সেন্টারের শুভ উদ্বোধন করেন। 

পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি দুপুরে থানায় পৌঁছালে তাকে গার্ড অব অনার ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন পাংশা থানার অফিসার ইনচার্জ মো. আহ্সান উল্লাহ্। পরে ভিকটিম সাপোর্ট সেন্টারের নামফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করা হয়। 

&dquote;&dquote;

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. ফজলুল করিম, পাংশা থানার ওসি মো. আহ্সান উল্লাহ্, ইন্সপেক্টর (তদন্ত) কাজী জিল্লুর রহমান ও পাংশা থানার অফিসারবৃন্দ। 

ভিকটিম সাপোর্ট সেন্টারটি নারী ও শিশু সহায়ত সেল হিসেবে ব্যবহৃত হবে বলে জানান পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি। ভিকটিম সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে পুলিশ সুপার পাংশা মডেল থানা পরিদর্শন করেন।
 
বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: