‘গত কয়েকমাস ধরে বিএনপি কোন ভুলই করছে না’

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ১০:৫৬ এএম

গত কয়েকমাস ধরে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি কোন ভুলই করছে না বলে মনে করেন আমাদের নতুন সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি টক-শো অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। টক শো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাংবাদিক প্রভাষ আমিন।

নাঈমুল ইসলাম খান বলেন, ‘আমি মনে করি বিএনপি এখন খুব কৌশলে এগোচ্ছে এবং গত কয়েকমাস ধরে তারা অলমোস্ট কোন ভুলই করছে না। তারা কোন ঝুঁকি নিচ্ছে না।’

আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে বলেও মনে করেন দেশের বিশিষ্ট এ সাংবাদিক। তার মতে, ‘বিএনপি যে নির্বাচনে আসবে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বর্তমান সময়ে তাদের রাজনৈতিক কৌশল।’

তিনি বলেন, ‘বিএনপি যে নির্বাচনে অংশ নেবে তার সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে। দলের শক্তি বাড়ানোর জন্য যেসব নেতা বাইরে ছিল তাদেরকে দলে নিয়ে আসছে বিএনপি। শুধু তাই নয় দলের বাহিরের লোকজনকেও সঙ্গে নিচ্ছেন। তারা এসব করছেন নির্বাচনে যাওয়ার জন্যই।’

নির্বাচনে বিএনপি থাকবে এবং নির্বাচন তুলনামূলক ভালো ও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলেও মন্তব্য করেন আমাদের নতুন সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান।

ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন ও বিএনপির নেতৃত্বর দোলাচল নিয়ে তিনি বলেন, ‘কামাল হোসেন বিএনপির লিড নিয়েছে এটা ভাবা ঠিক হবে না। বিএনপি সামনে একজনকে দাঁড় করিয়েছে নেতৃত্ব তাদের হাতেই আছে। আমার মনে হয় না এখানে অন্য কোন ব্যাপার আছে। নির্বাচন খুব কাছে। এখন এটা নানা দিকে মোড় নেবে, ব্র্যান্ডিং হবে।’

বিডি২৪লাইভ/এসএইচআর/এএইচ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: