পরিবহন ধর্মঘটে কৃষিপণ্য নিয়ে বিপাকে কৃষকরা

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৪:৫৫ পিএম

শ্রমিকদের ডাকা ৪৮ ঘন্টার টানা পরিবহন ধর্মঘটে কৃষিপণ্য বাজারজাত নিয়ে বিপাকে পড়েছে চুয়াডাঙ্গা জেলার কৃষকরা। সকল ধরনের যানবাহন বন্ধ থাকায় এসব পণ্য বিক্রি করা সম্ভব হচ্ছে না বাজারে। ধর্মঘটের কারণে উৎপাদিত সবজি বাজারজাত করতে পারছেন না তারা। এতে করে মাঠের ফসল মাঠেই পচে নষ্ট হয়ে যাচ্ছে। এতে গ্রামের সাধারণ কৃষকের লোকশান হচ্ছে লাখ লাখ টাকা।

প্রতিবছর চলতি মৌসুমে চুয়াডাঙ্গা জেলার কৃষকরা শীতকালীন আগামী সবজি চাষ করে। স্বল্প সময়ে অধিকলাভ হওয়ায় জেলার অধিকাংশ কৃষক আগাম সবজি চাষ করে। এরপর এই পণ্য দেশের বিভিন্ন প্রান্তের হাটে বাজারে পাঠানো হয়। কিন্তু গত দুদিন ধরে যানবাহন না চলায় এসব পন্য কোথাও বাজারজাত করা সম্ভব হচ্ছেনা। এতে করে চরম বিপাকে পড়েছে জেলার হাজার হাজার কৃষক। আবশেষে বাধ্য হয়ে বিকল্প অবৈধ যানবাহন আলমসাধু, নসিমনসহ বিভিন্ন ইঞ্জিনচালিত গাড়িতে পণ্য বাইরে পাঠাচ্ছে কৃষকেরা। তারপরই মাঝ রাস্তায় শ্রমিকদের বাধার মুখে পড়ছে তারা।

&dquote;&dquote;

সদর উপজেলার কৃষক রোকনুজ্জামান বলেন, উৎপাদনের পর বিক্রয়যোগ্য হওয়ার কয়েকদিনের মধ্যে এসব কৃষিপণ্য বাজারজাত করতে হয়। কিন্তু সময় অনুযায়ী বাজারজাত করতে না পারায় সব ফসল মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিনি বিঘা প্রতি জমিতে প্রায় ২০-২৫ লাখ টাকার পণ্য মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে।

একই এলাকার কৃষক ফয়সাল বলেন, লাভের আশায় জমিতে যে আগাম ফসল এবার লাগিয়ে ছিলাম তা যদি দু এক দিনের ভিতর ঢাকার ব্যাপারির কাছে বিক্রি না করতে পারি তা হলে আমাদের পথে বসতে হবে।

&dquote;&dquote;

জেলা বিপনন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, প্রতিদিন চুয়াডাঙ্গা জেলা থেকে গড়ে ১০০-১৫০ টি ট্রাক সবজি বোঝাই করে দেশের বিভিন্ন স্থানে পৌছে যায়। কিন্তু এখন পরিবহন ধর্মঘটের কারনে সেসব পণ্য রপ্তানী সম্ভব হচ্ছেনা। যার ফলে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

সরকারের কাছে দ্রুত এ ধর্মঘট প্রত্যাহারের দাবি জানিয়েছে সাধারণ কৃষকেরা।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: