রেললাইনে হেঁটে গান শুনছিল যুবক, এরপর...

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০৯:৪০ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী শাটল ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরীর খুলশী থানার ঝাউতলা রেল স্টেশনে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মুহাম্মদ রাকিব হোসেন (১৮)। সে ফেনী জেলার ছাগলনাইয়া দক্ষিণ মুঞ্জা এলাকার মুহাম্মদ জাফর আহমদের ছেলে।

রাকিব হোসেন তিনি নাসিরাবাদ পলিটেকনিক সংলগ্ন রুপসী হাউজিং এলাকায় ভাড়া থাকতেন। রাকিব হোসেন মুদি দোকোনের কর্মচারী বলে জানা গেছে।

ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জাকির হোসেন বিডি২৪লাইভকে বলেন, কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হেঁটে গান শুনছিলেন রাকিব হোসেন নামের এক যুবক। উচ্চ শব্দে গান চলায় ট্রেনের হুইসেল শুনতে পাননি। এক পর্যায়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: