কৃষি প্রণোদনা পেল ২০৬০ কৃষক 

প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০৭:০০ এএম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা কৃষি অফিসের উদ্দ্যেগে বন্যায় ক্ষতিগ্রস্থ ২০৬০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ নভেম্বর)  উপজেলা কৃষি অফিস এ প্রণোদনা বিতরণ করে। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম জোহুরা লতিফ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি কৃষি প্রণোদনাগুলো কৃষকদের হাতে তুলে দেন। কৃষি প্রণোদনা হিসেবে ১ হাজার কৃষকের প্রতি জনকে ১ কেজি করে সরিষা বীজ, ৬৫০ জন কৃষককে (প্রতি কৃষক) ২ কেজি ভূট্টা, ৪ শত কৃষককে বোর ধান বীজ (প্রতি কৃষক) ৫ কেজি করে এবং ১০ জন কৃষককে বিটি বেগুনের বীজ ১০ গ্রাম সহ প্রতি কৃষককে ১০ কেজি এমওপি, ২০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: