আগুনে ৪ দোকান পুড়ে ছাই

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ০২:১৯ পিএম

ঝালকাঠির রাজাপুরে উপজেলা সদরের থানা রোডে স্টীল ব্রীজ সংলগ্ন এলাকায় আগুন লেগে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। জানা যায়, মো: সেলিম তালুকদারের ভাড়াটিয়াদের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।

শনিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ভাড়াটিয়া নুরুল ইসলামের সারের দোকান, স্বপন কুমারের লন্ড্রীর দোকান, লিটনের পাঠিকরের দোকান ও তার গুদামঘর পুড়ে ছাই হয়ে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, নুরুল ইসলামের সারের দোকানে চার্জে থাকা টর্চলাইট বাস্ট হয়ে আগুনের সূত্রপাত হয়ে মূহুর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। উপস্থিত জনতা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলেও অপর পাশের বাসাবাড়ি রক্ষায় বালতির পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা রাখেন। পরে ঝালকাঠি ও কাউখালির ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। 

তবে এ উপজেলায় বারবার আগুনে পুড়ে এভাবে মালামালের ক্ষয়ক্ষতি হওয়ায় উপস্থিত জনতা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় ৩ বছর আগে নির্মাণ হওয়া ফায়ার সার্ভিসটি ১লা নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেও এখন পর্যন্ত তার কার্যক্রম শুরু হয়নি। 
তারা আরও বলেন, এভাবে আর কত ব্যবসা প্রতিষ্ঠান, ঘর-বাড়ি পুড়ে ছাই হলে কর্তৃপক্ষের টনক নড়বে। 

&dquote;&dquote;
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার আফরোজা বেগম পারুল, ঝালকাঠি সিনিয়র সহকারি পুলিশ সুপার রাজাপুর সার্কেল মো: মোজ্জামেল হোসেন রেজা, রাজাপুর থানা অফিসার ইনচার্জ শামসুল আরেফিন রাতেই ঘটনা স্থল পরিদর্শন করেছেন। 

এ ব্যাপারে দোকান ঘর মালিক মো: সেলিম তালুকদার জানান, আামার ৪টি দোকান ঘর সহ ভাড়াটিয়াদের মালামাল পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি। 

এ বিষয়ে রাজাপুর থানা অফিসার ইনচার্জ শামসুল আরেফিন জানান, আগুনের খবর পেয়ে সঙ্গে ঝালকাঠি জেলা সহ পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস ষ্টেশনে এ খবর দিয়ে ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সহায়তা করি।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: