কয়েড়া স্টুডেন্টস এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ১১:৩৯ এএম

স্নাতক পর্যায়ের ছাত্র সংগঠন আয়োজিত টাঙ্গাইলের ভূঞাপুরে কয়েড়া স্টুডেন্টস এসোসিয়েশন’র ৭ম শিক্ষা বৃত্তি পরীক্ষা-২০১৮ এর ফলাফলা ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ নভেম্বর) বিকালে সংগঠনের সভাপতি পবিত্র সুত্র ধর ও সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা স্বাক্ষরিত এই ফলাফল প্রকাশ করা হয়। বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও পুরস্কার বিতরণের দিন মোবাইল (এসএমএস) করে জানিয়ে দেয়া হবে।

বৃত্তি পরীক্ষায় যে সকল শিক্ষার্থীরা বৃত্তি পেয়েছেন তাদের রোল নম্বর দেয়া হল- 

৩য় শ্রেণির শিক্ষার্থীরা হলেন- ৩২০৪, ৩০৪২, ৩০৩৪, ৩০৪৪, ৩২৪০, ৪২০৫, ৩২৪৫, ৩০৪১, ৩০৪৬, ৩৯০৯, ৩২৪১, ৩২৪২, ৩২৩৮, ৩২৪৩, ৩২৫৩, ৩২৩৯, ৩০৪৭, ৩২৮০, ৩২১৭, ৩২৪৪, ৩২১৬, ৩১৫৩, ৩০৪৫, ৩৩৩২।

৪র্থ শ্রেণির শিক্ষার্থীরা হলেন- ৪১৭৯, ৪১৮০, ৪০৯৬, ৪২২০, ৪২০১, ৪০৭০, ৪২১৭, ৪২২৮, ৪২৩২, ৪৩১১, ৪১৯৪, ৪৩৭৫, ৪৩১৮, ৪২২৩, ৪৪৬৫, ৪২৮৭, ৪২২৭, ৪১০২, ৪২৩০, ৪৩৭৭, ৪১০১, ৪১৪৭, ৪৩৬২, ৪০০৭, ৪৩৫৭, ৪৪৭৩, ৪১৬২, (মাদ্রাসা) ৪৫০২, ৪৫০৩।

৫ম শ্রেণির শিক্ষার্থীরা হলেন- ৫২৩৭, ৫২২২, ৫১৯৫, ৫২১৭, ৫১১৮, ৫১৮১, ৫২২১, ৫১৫১, ৫২৩২, ৫২১২, ৫০৪১, ৫২১৮, ৫৩০১, ৫২১৯, ৫২০৯, ৫১৬৬, ৫১৩৯, ৫৩০০, ৫৩০৩, ৫০৮৬, (মাদ্রাসা) ৫৫৩৪, ৫৫৩৫, ৫৫৩৮।

উল্লেখ্য, স্নাতক পর্যায়ের ছাত্র সংগঠনের আয়োজনে গত (শুক্রবার ২ নভেম্বর) কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় শতাধিক সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় থেকে ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় অংশ নেয়।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: