যুবলীগের গাড়ি বহরে বোমা হামলা

প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ০৪:৪৩ পিএম

ভোলার লালমোহনে যুবলীগের মোটর সাইকেল বহরে দুর্বৃত্তদের বোমা হামলায় ৬ নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। সোমবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজারের উত্তরে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলো, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন মুসা, সাংগঠনিক সম্পাদক রুবেল সিকদার, ৮ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মিজান, সাংগঠনিক সম্পাদক নিরব, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হান্নান, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মাকসুদ। 

পরে বহরে থাকা অন্য নেতাকর্মীরা তাদের উদ্ধার করে লালমোহন সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে লালমোহন থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরির্দশন করেছেন।

এ ব্যাপারে উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেন হাওলাদার জানান, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে রমাগঞ্জ ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন যুবলীগের সাথে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রাত সাড়ে ১১ টার দিকে নেতাকর্মীরা এলাকায় ফিরার পথে বিএনপি জামায়াতের একদল সন্ত্রাস বাহিনী বোমা হামলা চালায়। এতে যুবলীগ ও শ্রমিক লীগের ৬ নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় লালমোহন থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: