মনোনয়ন ফরম ও নির্বাচনী মালামাল পাঠানোর নির্দেশ ইসির

প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ১০:৩৮ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম ও নির্বাচনী মালামাল ৮ নভেম্বর মাঠ পর্যায়ে পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কশিমন (ইসি)।

নির্বাচন কর্মকর্তরা জানান, মনোনয়ন ফরম ও নির্বাচনী মালামাল মাঠ পর্যায়ে পাঠানোর নির্দেশ দিয়ে ইসির সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ সাক্ষরিত চিঠি জারি করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মনোনয়ন ফরম, জামানত বই, রশিদ বই আচরণ বিধিমালা ৮ নভেম্বর তেজগাঁও পিন্টিং প্রেস থেকে দেশের সব জেলার সিনিয়র জেলা নির্বাচন ও অফিসার জেলা নির্বাচন আফিসারের কাছে পাঠাতে হবে। তারা নির্বাচন মলামল গ্রহণ করবেন।

এদিকে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে যুক্তফ্রন্টের নেতারা বৈঠক করে বিনা কারণে নির্বাচন না পেছানোর অনুরোধ জানিয়েছেন।

বৈঠকে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

এছাড়া সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান উপস্থিত রয়েছেন।

যুক্তফ্রন্টের অন্য দাবিগুলো মধ্যে ছিল, কোন জোটের চাপের কাছে যেন মাথা নত না করে ইসি।

এছাড়া, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরণের ব্যবস্থা করতে হবে ইসিকে। তফসির ঘোষনার পর ইসি রাস্ট্রপ্রতির অধিনে থাকবে।

বিডি২৪লাইভ/আরএইচ/এএইচ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: