মুক্তিযোদ্ধা আব্দুল হক নূরু’র ৬১তম জন্মদিন পালিত

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ১১:০৩ এএম

জাকজমক ও আনন্দ উল্লাসে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবদুল হক নূরুর ৬১তম শুভ জন্মদিন পালিত হয়েছে। 

জন্মদিন উপলক্ষে সোমবার (৫ নভেম্বর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্যে সকাল ১০টায় মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে ৬১ পাউন্ড এর কেক কেটে জন্মদিনের শুভ সূচনা শুরু হয়। 

কেক কাটার আগে একে একে ফুলের শুভেচ্ছা জানান, কিশোরগঞ্জ জেলা জজ বীর মুক্তিযোদ্ধা মো: মাহবুবুল ইসলাম, রাষ্ট্রপতির একান্ত এপিএস অধ্যপক মো: আবদুল হাই, মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আহম্মেদ পলি, রাষ্ট্রপতির ছোট বোন ও মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম, জাতীয় বিশ্ব বিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো: শহীদুল্লাহ, পুলিশ পরিদর্শক (ডি.আই.এ) মো: ওমাদুত সৌরভ, মিঠামইন উপজেলা সদর ইউনিয়ন এর চেয়ারম্যান শরীফ কামাল, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সাবেক প্রচার সম্পাদক মো: আনোয়ার কামাল, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ এর সাবেক উপাধ্যক্ষ ফজলুল হক সাগর, মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ এর ভাইস প্রিন্সিপাল ফারুক আহম্মেদ সিদ্দিকি, ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম-নিকলী উপজেলার পল্লী বিদ্যুৎ এর পরিচালক তারেক কামাল, মিঠামইন উপজেলা যুব লীগের যুগ্ম-আহ্বায়ক মোশারফ হোসেন ডালিম, কাউছার আহম্মেদ পাভেল, সেচ্ছা সেবক লীগের যুগ্ম-আহ্বায়ক লায়ন রকিব, জাহাঙ্গীর আলম, ছাত্র লীগের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ, বিডি২৪লাইভ ডটকম এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো: এস. হোসেন আকাশ, অনলাইন দৈনিক তোলপাড় এর ভ্রাম্যমাণ প্রতিনিধি মো: রকিবুল ইসলাম রনিসহ আরও অনেকেই।

&dquote;&dquote;
কেক কাটার পর শুরু সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন, বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী শামীম জুবায়ের, মশিউর রহমান আকিল, তন্নি, মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ এর ছাত্র অনয় চন্দ্র দাস, মিন্টু সরকার, জয় প্রকাশ দাস, ছাত্রী মুক্তা রানী বৈষ্ণব, অন্ধ বাইল শিল্পী স্বপন প্রমুখ। 

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন, মুক্তিযোদ্ধা আবদুল হক এর ছোট মেয়ে অনুভা, অজন্তা, প্রভা পারমিতা ও নূন। এতে বাধ্যযন্ত্র বাজিয়ে সহযোগিতা করেন, কী-বোর্ডে অত্র কলেজের শিক্ষক গাজী শাহীন আহম্মেদ, সত্য কুমার মন্ডল, প্যাড-এ জয় প্রকাশ দাস, তবলায় প্রণব কুমার বিশ্বাস, গিটারে ওয়াজেদুল হক, ভায়েলিনএ বাপন দাস, ডুগডুগিতে মো: সুমন মিয়া ও কাহনে শ্রাবন বৈষ্ণব প্রমুখ।
    
অনুষ্ঠানটি সকাল ১০টা থেকে রাত ৩টা পর্যন্ত চলে। এ সময় পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের শিক্ষিকা সালমা আক্তার জনি।

&dquote;&dquote;
এছাড়াও মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবদুল হক নূরুর ৬১তম শুভ জন্মদিন পালন করেন, মিঠামইন তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও হাজী তায়েব উদ্দিন বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দরা।

এদিকে জন্মদিনের অনুষ্ঠানকে সুন্দর ও উৎসবের আমেজে গড়ে তুলতে কলেজ মাঠে হাজারো জনতার ভীড় জমে। 

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: