রাজশাহী যেতে দেয়া হচ্ছে না কোনো গাড়ি

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০২:০৪ পিএম

নাটোর থেকে রাজশাহী রুটে বাস যেতে দেয়া হচ্ছে না। তবে রাজশাহী থেকে ঢাকাগামী এবং নাটোরগামী সকল বাস ছেড়ে আসছে। 

এর আগে টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার রাতে বাস মালিক এবং শ্রমিক সমিতি নাটোর থেকে সকল রুটে বাস ধর্মঘট তুলে নেয়ার ঘোষণা দেয়।

শুক্রবার (৯ নভেম্বর) সকাল থেকে অন্যান্য জেলার সঙ্গে বাস চলাচল শুরু হলেও শুধুমাত্র রাজশাহী অভিমুখে কোনো বাস ও অন্য কোনো যান ছেড়ে যেতে দেয়া হচ্ছে না।

এসময় কিছু ব্যক্তি বগুড়াসহ উত্তরাঞ্চল থেকে রাজশাহী ও পাবনা এবং দক্ষিণাঞ্চল থেকে রাজশাহীগামী বাস নাটোরে আটকে দিয়ে যাত্রীদের নামিয়ে দেয়। আবার হঠাৎ করে হাইওয়ে পুলিশ মহাসড়কে অবস্থান নিয়ে থ্রি-হুইলারসহ রাজশাহীগামী সব ধরনের হালকা যানবাহনের বিরুদ্ধে অভিযানে নামায় দুর্বিসহ অবস্থায় পড়েন রাজশাহীগামী যাত্রীরা।

তবে পরিবহন শ্রমিক সংগঠনের নেতাদের দাবি কোনও গাড়ি বন্ধ হয়নি। আর হাইওয়ে পুলিশের দাবি তারা থ্রি-হুইলারসহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এটিএসআই জানান, মহাসড়কে থ্রি-হুইলারসহ কোনও ধরনের অবৈধ যান চলতে দেয়া হবে না। এজন্য অভিযান চালানো হচ্ছে। বাস বন্ধের বিষয়ে কিছু বলতে পারব না।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: