জেএসসির ৫ পরীক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০৫:০০ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করার অভিযোগে ৫ পরীক্ষাথীকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত ইংরেজী ১ম পত্র পরীক্ষায় উপজেলার নিকরাইল কেন্দ্রের দুইটি ভেন্যু থেকে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, শুক্রবারের ইংরেজী ১ম পত্রের পরীক্ষায় বহিষ্কৃত ওই ৫জন পরীক্ষার্থী হলে অসাদুপায় অবলম্বন করছিল। এ সময় তাদের কাছ থেকে নকল পাওয়ার পর নিকরাইল কেন্দ্রের কলেজ ও স্কুলের দুইটি ভেন্যু থেকে ৫ জনকে বহিষ্কার করা হয়।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: