কুমিল্লায় খালেদা জিয়ার জামিন শুনানির আদেশ হয়নি

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৭:৩৬ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে নৈশকোচে পেট্টোল বোমা হামলায় ৮ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি রোববার কুমিল্লা আদালতে অনুষ্ঠিত হয়। 

এ বিষয়ে নথিপত্র যাচাই করে পরবর্তীতে আদেশ দেয়া হবে। 

শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী কাইমুল হক রিংকু।  রবিবার দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আবদুর রহিম এর আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়। 

এই মামলায় রাষ্ট্রপক্ষ অতিরিক্ত সময় আবেদন করেছে। উভয় পক্ষের আইজীবীদের বক্তব্য শেষে শুনানীর আদেশ পরে দেয়া হবে বলে জানিয়েছেন বিচারক। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। 

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: