বিএনপির শতাধিক নেতাকর্মীর জামিন 

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৬:০০ এএম

সিরাজগঞ্জ মহিলা আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল বোমা হামলার ঘটনায় বিএনপির শতাধিক নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

সোমবার (১২ নভেম্বর) বিকেলে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আব্দুল হামিদ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের দ্বৈত বেঞ্চ এ আদেশ প্রদান করেন।

জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হারুন অর রশিদ খান হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

জামিন প্রাপ্তদের মধ্যে রয়েছেন, বিএনপি নেতা মজিবুর রহমান লেবু, নাজমুল হাসান রানা, সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, শামীম খান, নুর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসান, রাশেদুল হাসান রঞ্জন, ভিপি অমর কৃষ্ণ দাস, আনোয়ার হোসেন রাজেশসহ শতাধিক নেতাকর্মী।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর রাতে শহরের মুজিব সড়কে মহিলা আওয়ামী লীগ কার্যালয়ে সামনে ককটেল বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা বানু রুমা বাদী হয়ে বিএনপি জামায়াতের ১২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞতনামা আরো ৩০/৩৫ জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। গতকাল এই মামলার শতাধিক আসামিকে জামিন দেয় হাইকোর্ট।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: