পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ, দেখে নিন সময়সূচি

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৯:০৬ পিএম

পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলতে ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টুয়েন্টির সিরিজ খেলতে আগামীকাল বাংলাদেশ সফরে আসছে তারা।

সবকিছু ঠিক থাকলে বুধবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল।

ঢাকায় এসে আগামী ১৮ই নভেম্বর বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চিটাগাংয়ের উদ্দেশ্যে যাত্রা করবে ক্যারিবিয়ানরা। এরপর ২২ নভেম্বর প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ এবং উইন্ডিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

প্রথম টেস্টে শেষে ফিরে আসবে ঢাকায়। ৩০ নভেম্বর থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হবে শেষ টেস্টটি।

টেস্ট সিরিজ শেষ করে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল। ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এরপর মিরপুরের হোম অফ ক্রিকেটে ওয়ানডে সিরিজ শুরু হবে। এই মাঠে প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ এবং ১১ই ডিসেম্বর। আর তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১৪ ডিসেম্বর মাঠে গড়াবে ম্যাচটি।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের পূর্ণাঙ্গ সময়সূচি:

টেস্ট

একমাত্র প্রস্তুতি ম্যাচ

১৮ই নভেম্বর

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চিটাগাং।

 

প্রথম টেস্ট

২২-২৬ নভেম্বর

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চিটাগাং।

 

দ্বিতীয় টেস্ট

৩০ নভেম্বর-৪ ডিসেম্বর

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা।

ওয়ানডে

একমাত্র প্রস্তুতি ম্যাচ

১২ ডিসেম্বর

খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, ফতুল্লাহ।

 

প্রথম ওয়ানডে

৯ ডিসেম্বর

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা।

 

দ্বিতীয় ওয়ানডে

১১ ডিসেম্বর

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা।

 

তৃতীয় ওয়ানডে

১৪ ডিসেম্বর

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।

 

টি টুয়েন্টি

প্রথম টি টুয়েন্টি

১৭ ডিসেম্বর

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।

 

দ্বিতীয় টি টুয়েন্টি

২০ ডিসেম্বর

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা।

 

তৃতীয় টি টুয়েন্টি

২২ ডিসেম্বর

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা।

বিডি২৪লাইভ/এএইচ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: