জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য রিটানিং কর্মকর্তারে নির্দেশ

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ১০:৩৩ পিএম

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার নির্বাচন।

মঙ্গলবার (১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং অফিসারদের উদ্দেশে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই নির্বাচন কমিশন এর আত্মমর্যাদার নির্বাচন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেবার নির্বাচন। সরকারি চাকরি করলেও নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের জিরো টলারেন্স দেখাতে হবে।

কোন চাপের কাছে নত কিংবা রিটার্নিং কর্মকর্তাদের অতি উৎসাহী না হওয়ার জন্য রিটানিং কর্মকর্তাদের নির্দেশ দেন ইসি মাহবুব তালুকদার।

অনুষ্ঠানে নির্বাচন কশিমনার রফিকুল ইসলাম বলেন, সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি মন্ত্রী-এমপিরা প্রটোকল এবং সরকারি সুবিধা নিয়ে যেন নির্বাচনী প্রচারণায় অংশ নিতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে রিটনিং কর্মকর্তা ও জেলা প্রশাসকদের।

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু করতে যা করা প্রযোজন আমরা তা করব।

বিডি২৪লাইভ/আরএইচ/এএইচ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: