নয়া পল্টনে সংঘর্ষে সাংবাদিক গুলিবিদ্ধ 

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৮:০৫ পিএম

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে  গুলিবিদ্ধ হন মানবজমিনের রিপোর্টার রুদ্র মিজান।

পরে দুপুর আড়াইটার দিকে ড্যাবের ডাক্তাররা ঘটনাস্থল বিএনপি কার্যালয় থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। 

বুধবার (১৪ নভেম্বর) নয়াপল্টনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের সংঘর্ষে টিয়ারশেল ও ইট-পাটকেল নিক্ষেপ চলে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের গাড়িতে আগুন দেয়। 

এ ঘটনায় কয়েকজন আহত ও বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে।  

বিএনপির নেতা-কর্মীরা নয়া পল্টন কার্যালয়ের সামনে থেকে সরে গিয়ে বিভিন্ন স্থানে অবস্থান করছে। 

বিএনপি নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়া পল্টন বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিচ্ছেন। অনেকে লাঠিসোটা নিয়ে পুলিশের দিকে যাওয়ার চেষ্টা করছে।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: