বাংলাদেশের জয়ের পর যা বললেন মাহমুদুল্লাহ

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ০২:২৫ পিএম

সিলেটে প্রথম টেস্ট হারার পর, সিরিজে সমতায় ফেরাটা বাংলাদেশের জন্য ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। সবদিক থেকেই সমালোচনা ধেয়ে আসছিল টাইগারদের দিকে। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে দ্বিতীয় টেস্টে ২১৮ রানের বিশাল জয়ে সিরিজে সমতা আনে বাংলাদেশ। এমন জয়ে স্বস্তির সুবাতাস বইছে দলে। 

অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও দলের জয়ে প্রকাশ করলেন উচ্ছাস। ম্যাচশেষে তিনি বলেন, ‘ভালো লাগছে এমন জয়ের ফলে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। শেষ পর্যন্ত ওদের হারিয়ে এভাবে জয় পাওয়ায় তাই দলের সবাইকে কৃতিত্ব দিতে চাই।’

আলাদাভাবে প্রশংসা করলেন প্লেয়ারদের। বললেন, ‘তাইজুল সিলেটের পর ঢাকাতেও অনবদ্য ছিল। একইভাবে মিরাজও দারুণ বোলিং করেছে। মুশফিক-মুমিনুল যেভাবে ব্যাট করেছে তা দলকে অনুপ্রাণিত করেছে ভীষণভাবে। মিথুনও রান পেয়েছে। মিরাজ প্রথম ইনিংসে ভালো ব্যাট করেছে। পরে বল হাতেও রেখেছে কার্যকরী ভূমিকা। সুতরাং এটা ছিল আমাদের দলীয় সাফল্য।’

দলের ব্যাটিং বিপর্যয় নিয়ে বললেন, ‘ব্যাটিং বিপর্যয়টা সত্যিই আমাদের জন্য নেতিবাচক। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। বিশেষ করে অনুশীলনে আরো পরিশ্রম করতে হবে। ট্রেনিং সেশনগুলোতে নিজেদের ভুলগুলোকে নিয়ে কাজ করতে হবে আরো।’

অন্যদিকে বহুদিন পর নিজের সেঞ্চুরি পাওয়া প্রসঙ্গে জানালেন, ‘দলের জন্য ভালো খেলতে পারলে ভালো লাগে। বহুদিন পর গুরুত্বপূর্ণ সময়ে এভাবে রান পাওয়াটা অবশ্যই আনন্দের। দলের জন্য এভাবে আরো রান করে যেতে চাই।’     

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: