খা‌লেদা জিয়াকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০৫:৫৮ পিএম

দীর্ঘ রাজ‌নৈ‌তিক জীবনসহ নানা ঘটনা প্রবাহ নি‌য়ে বিএনপি চেয়ারপারসন 'বেগম খা‌লেদা জিয়াঃ হার লাইফ, হার স্টোরি' জীবনী গ্রন্থ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

গ্র‌ন্থের লেখক সাংবা‌দিক মাহফুজ উল্লাহ। গ্রন্থ‌টি প্রকাশ ক‌রে‌ছে দ্যা ইউ‌নিভাসেল একা‌ডেমি।

রোববার (১৮ নভেম্বর) ‌বি‌কে‌ল সা‌ড়ে ৩ টার দি‌কে রাজধানী গুলশা‌নে লেক‌শোর হো‌টে‌লে এক অনাড়ম্বর অনুষ্ঠা‌নে বেগম খা‌লেদা জিয়াঃ হার লাইফ, হার স্টো‌রি গ্র‌ন্থের প্রকাশনা অনুষ্ঠান হয়।

ইং‌রে‌জি‌তে লেখা ৭৭১ পৃষ্ঠা এই গ্র‌ন্থের মূল্য ধরা হ‌য়ে‌ছে দুই হাজার টাকা।

১৯৪৫ সা‌লের ১৫ আগস্ট জন্মগ্রহণকা‌রি খা‌লেদা জিয়া গত ৮ ফেব্রুয়া‌রি জিয়া অরফা‌নেজ ট্রাস্ট দুর্নী‌তি মামলায় সাজা প্রাপ্ত হ‌য়ে পুর‌নো ঢাকার সা‌বেক কেন্দ্রীয় কারাগা‌রে ব‌ন্দি র‌য়ে‌ছেন।

প্রকাশনা অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্র‌ফেসর আসিফ নজরুল, প্র‌ফেসর লাইলা এন ইসলাম, ডা. জাফরুল্লাহ চৌধুরী, সা‌বেক রাষ্ট্রদূত আনোয়ার হা‌সিম, অবসর প্রাপ্ত জজ ও কলা‌মিস্ট ইক‌তেদার আহ‌মেদ, সাংবা‌দিক নুরুল ক‌বির প্রমুখ।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: