সমাপনী পরীক্ষা থেকে বঞ্চিত ৭ শিক্ষার্থী

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৬:৫১ পিএম

চলমান ইবতেদায়ি ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে ঝালকাঠির রাজাপুরে ৭ শিক্ষার্থী। 

অভিযোগ উপজেলার সহকারি শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের অবহেলায় পূর্ব ছোট কৈবর্তখালী ইসলামিয়া ইবতেদায়ি মাদ্রাসার ৭ শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন হয়নি। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় এ প্রতিষ্ঠানটিও তাদের শিক্ষার্থীদের তালিকা দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা অফিসারের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার ফিসহ সকল প্রকার কাগজপত্র জমা দেয়া হয়। পরবর্তীতে  প্রতিষ্ঠান প্রধান নিয়ম অনুযায়ী পরীক্ষাপূর্ব শিক্ষার্থীদের উপজেলা শিক্ষা অফিস থেকে প্রবেশ পত্র সংগ্রহ করতে আসলে অভিযুক্ত সহকারি শিক্ষা কর্মকর্তা ব্যস্থতা দেখিয়ে বারবার পরে আসতে বলেন। 

সর্বশেষ পরীক্ষার আগের দিন গত শনিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় প্রতিষ্ঠান প্রধানকে জানিয়ে দেয় ৭ শিক্ষার্থীর অনলাইনে রেজিস্টেশন সম্পন্ন হয়নি। যার ফলে এ বছর তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। 

এ ব্যপারে পূর্ব ছোট কৈবর্তখালী ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার সুপার মো: হাসান মাহমুদ জানান, উপজেলা শিক্ষা অফিসের অবহেলার কারণে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরিক্ষায় অংশগ্রহণ করতে না পারায় এখন অবিভাবকদের চাপে রয়েছি। 

এ বিষয়ে অভিযুক্ত উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম জানান, ওই প্রতিষ্ঠানের কোন কাগজপত্র আমার কাছে জমা দেয়নি এবং প্রতিষ্ঠানের কেউ যোগাযোগও করেনি। 

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খান মোহাম্মদ আলমগীর জানান, সহকারি শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের কোন অবহেলা প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল জানান, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 
 
বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: