র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত 

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ১০:৩৬ এএম

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৮ মামলার আসামি আবুল হোসেন  (৫০) নিহত হয়েছেন।

বুধবার (২১ নভেম্বর) ভোর রাত ৪ টার দিকে টঙ্গিবাড়ি উপজেলার সোনারং এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-১১ নারায়নগনঞ্জের উপ-পরিচালক মেজর আশিক বিল্লাহ জানান, ভোর ৪ টায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান পরিচালনা করতে টঙ্গিবাড়ি সোনারং যায়। সোনারং মেইন রোডের পাশে আবুল হোসেন তার বাহিনীর ৪ থেকে ৫ জন সদস্য নিয়ে মিটিং করছিল। তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় আবুল হোসেনকে গুলিবিদ্ধ হন।

এ অবস্থায় টঙ্গিবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহতের মরদেহ টঙ্গিবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় র‌্যাবের ২ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ৫০০ পিস ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে। 

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: