ইকার্দি-দিবালায় জয় পেল আর্জেন্টিনা

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ১১:০৯ এএম

বহুদিন ধরেই আর্জেন্টিনার তারকাখ্যাতির শীর্ষে রয়েছেন দুই ফুটবলার। অথচ জাতীয় দলের জার্সিতে তাদের খুঁজে পাওয়া যায়নি এতোকাল। অবশেষে অপেক্ষার পালা ফুরাল মাউরো ইকার্দি ও পাওলো দিবালার। দুজনই আর্জেন্টিনার জার্সিতে পেলেন ক্যারিয়ারের প্রথম গোল। তাতে মেক্সিকোকে আবারো হারাল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আজ (২২ নভেম্বর) সকালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। চার দিন আগেও মেক্সিকোকে একই ব্যবধানে হারিয়েছিল আলবিসেলেস্তেরা। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনির অধীনে ছয় ম্যাচের চারটি জিতল আর্জেন্টিনা। হেরেছে মাত্র একটি- গত মাসে ব্রাজিলের কাছে। এছাড়া নিজেদের খেলায় যথেষ্ট ধারাবাহিক দলটি। বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন দলের সেরা তারকা লিওনেল মেসি।

স্বাগতিক হয়ে ম্যাচের দ্বিতীয় মিনিটেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন ইকার্দি। এরিক লামেলার পাস থেকে ডি বক্সের বাইরে বল পেয়েছিলেন তিনি। সেখান থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণভাবে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড। আটটি ম্যাচ খেলে তারপর পেলেন নিজের প্রথম গোল।

এরপর মেক্সিকো চেষ্টা করছিল বেশ। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৯ মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ পেয়েছিল তারা। তবে জেসুস গেলার্দোর হেড দারুণভাবে সেভ করেন আর্জেন্টিনার অভিষিক্ত গোলরক্ষক পাওলো গ্যাজানিগা। ৮৫ মিনিটে মেক্সিকোর আরেকটি প্রচেষ্টা রুখে দেন গ্যাজানিকা। দুই মিনিট পরই পাল্টা-আক্রমণে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন দিবালা।

এতে করে জয় নিশ্চিত হয়ে যায় আলসেবিলেস্তোদের। জিওভানি সিমিওনের বাড়ানো বল নিচু শটে জালে পাঠান দিবালা। আর্জেন্টিনার হয়ে ১৮তম ম্যাচে প্রথম গোলের দেখা পেলেন জুভেন্টাসের এই ফরোয়ার্ড। সামনে আরো গোলের সম্ভাবনাটা জিইয়ে রাখলেন এই ফরোয়ার্ড। সেইসাথে নিজের খারাপ ফর্মকেও কিছুটা কাটিয়ে উঠলেন।

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: