‘সবুজ সংকেত পেলেই বিএনপির বহু নেতাকর্মী আ’লীগে যোগ দেবে’

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৩:১৩ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেত পেলেই বিএনপির বহু নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেবে।’

বুধবার (২১ নভেম্বর) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিককের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অনেকেই আওয়ামী লীগে যোগ দিতে অধীর আগ্রহ অপেক্ষা করছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা এখনও ক্লিয়ারেন্স পাইনি। যদি নেত্রী (শেখ হাসিনা) একটু ইঙ্গিত, ক্লিয়ারেন্স কিংবা সবুজ সংকেত দেন। তাহলে বিএনপির বিপুল নেতাকর্মীর যে স্রোতধারা তা আওয়ামী লীগ অভিমুখে যাত্রা করবে। সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা কখনও চিন্তাও করতে পারেনি।’

সেতুমন্ত্রী বলেন, ‘ড. কামাল হোসেন, সুলতান মনসুর, মান্নারা তো আওয়ামী লীগ ছিল, তারা ওপাশে (বিএনপি) গিয়েছে। সবার অধিকার আছে এদিক থেকে ওদিকে যাওয়া এবং আসার। নির্বাচনকালে এরকম দৃশ্যপট নতুন নয়।’

বিএনপিকে যেকোনো অভিযোগ তথ্য-প্রমাণসহ উপস্থাপনের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিদেশীদের কাছে নালিশ করছে, বিদেশীদের কাছে নালিশ করলে সম্মান বাড়ে না বরং কমে। তারা এই নালিশ করার মাধ্যমে দেশকে ছোট করছে।

আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্তের বিষয়ে দলীয় সাধারণ সম্পাদক বলেন, ‘আসন বন্টন চূড়ান্ত হয়নি। এলরেডি আমরা মৌখিকভাবে ১৪ দল এবং জাতীয় পার্টি এ ব্যাপারে কথা বলেছি।’

তিনি বলেন, ‘মনোনয়নের কাজ এগিয়ে যাচ্ছে, আনুষ্ঠানিক ঘোষণা বাকি আছে। কিছু প্রস্তুতি আছে, আনুষ্ঠানিক তালিকা তৈরির করার বাকি আছে।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ/এএইচ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: