জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেতার মনোনয়ন পত্র সংগ্রহ

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৮:০৪ পিএম

একাদশ সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী নীলফামারী-১ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার সকালে ডোমার উপজেলা রিটানিং কর্মকর্তার কাছ থেকে মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পক্ষে মনোনয়ন পত্র ক্রয় করেন জমিয়তের ডোমার-ডিমলা উপজেলা সমন্বয়ক গোলাম আরশাদ। এসময় অন্যদের মধ্যে  উপস্থিত ছিলেন ডোমার উপজেলা জমিয়তের সেক্রেটারী মাওলানা খতীবুর রহমান, মাওলানা ফজলুল করীম, মুফতী মাহমুদুর রহমান, হাজী আমীনুর রহমান, মাওলানা ইউনূস, মাওলানা একরামুল হক, মাওলানা ফরহাদ, মো: জাহিদুল ইসলাম ও মো: ফরিদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। মনোনয়ন পত্র ক্রয় শেষে জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান, এবার যদি ২০০১ সালের পুনরাবৃত্তি ঘটে তাহলে আর ছাড় দেয়া হবে না। যে কোন মূল্যে আমরা নির্বাচন করে দেখিয়ে দেব যে আমাদের কী পরিমাণ ভোট এখানে রয়েছে। তারা বলেন মাওলানা আফেন্দী এই আসনে প্রার্থী হলে যে কোন দল বা প্রার্থীর জন্য তিনি বড় ফ্যাক্টর হবেন।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: