আগুনে পুড়ল ৩৬ বাড়ি

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০৮:২৬ পিএম

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে অগ্নিকাণ্ডে ৩৬টি বাড়ি পুড়ে গেছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পঞ্চগড় ও বোদা উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা প্রায় সাড়ে তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে এনেছে।

এ বিষয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার জানান আমরা লক্ষিপুর গ্রামে ১১.৫০ মিনিটে এসে আমার দমকল বাহিনীদের সদস্যদের নিয়ে কয়েক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। এখানে প্রায় ৩৬টি বাড়ি আগুনে পুড়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে।

অপরদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার জনাবা, শারমিন সুলতানা।

তিনি সাংসাদিকদের জানান উপজেলা প্রশাসন এর পক্ষ হতে ৩৬টি পরিবারকে ৩৬ হাজার টাকা সহায়তা প্রদান করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ হইতে প্রতিটি পরিবারে ৪টি কম্বল ৩০ কেজি চাল ত্রাণ সহায়তা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: