পুলিশি বাধায় তাবলীগ জামায়াতের মানববন্ধন পণ্ড 

প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৬:৪২ পিএম

চুয়াডাঙ্গায় পুলিশি বাধায় তাবলীগ জামায়াতের মানববন্ধন কর্মসিূচি পণ্ড হয়ে গেছে। তবে ৬ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। তাবলীগ জামায়াতের চলমান সংকট নিরসন মওলানা সাদের যাবতীয় কার্যক্রম বন্ধ ও টঙ্গী মাঠে হামলার তদন্তের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

&dquote;&dquote;সোমবার (৩ ডিসেম্বর) সকালে তাবলীগ জামায়াতের অনুসারীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জড়ো হতে থাকে। তারা প্রথমে ৬ দফা দাবি সংম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করেন। পরে তারা শহীদ হাসান চত্বর এলাকায় মানববন্ধন করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন। 

অনুষ্ঠানে মুফতি আব্দুর রাজ্জাক, মুফতী জুনায়েদ আল হাবিবী, হাজী আমজাদ হোসেন, মেজবাউর রহমান শুভ্রসহ তাবলীগ জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: