এলডিপির ৫, এনপিপির ১ জন পেলেন ধানের শীষ

প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৯:০২ পিএম

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি) ৫টি আসন দিয়েছে বিএনপি।

শনিবার (৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদত হোসেন সেলিম বলেন, ৮টি আসনের দাবি জানালেও তাদের ৫টি আসন দেওয়া হয়েছে। তবে রাতে আরও জোরালোভাবে ২টি আসন দাবি করেবেন তারা।

যে ৫টি আসন দেওয়া হয়েছে, সেগুলো হলো- চট্টগ্রাম-১৪ কর্নেল (অব.) অলি আহমেদ (সভাপতি), কুমিল্লা-৭ রেদোয়ান আহমেদ (মহাসচিব), লক্ষ্মীপুর-১ শাহাদাত হোসেন সেলিম (যুগ্ম-মহাসচিব), ময়মনসিংহ-১০ সৈয়দ মাহবুব মোর্শেদ ও চট্টগ্রাম-৭ মোহাম্মদ নুরুল আলম।

এছাড়া নড়াইল-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজার বিপক্ষে বিএনপির প্রার্থী হয়েছেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। তিনি মাশরাফির নৌকা প্রতীকের বিপক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন।

মনোনয়ন পেয়ে তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন মাশরাফি বিন মর্তুজা।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: