প্রার্থিতা প্রত্যাহার রোববার, প্রতীক বরাদ্দ সোমবার

প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ১২:৫১ এএম

শনিবার শেষ হয়েছে প্রার্থিতা বাছাইয়ের প্রক্রিয়া। গত তিন দিনে মোট ২৪২ জন প্রার্থিতা ফিরে পেয়েছে। প্রথম দিনে ৮০ জন, দ্বিতীয় দিনে ৭৮ জন এবং তৃতীয় দিনে ৮৪ জন (প্রথম আলোর হিসেবে) প্রার্থিতা ফিরে পেয়েছেন।

আর এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে আজ রোববার (৯ ডিসেম্বর)। আজ বিকাল ৫টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীকে নিজে অথবা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করতে হবে।

নির্বাচনের তফসিল ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দল ও জোটগুলোকেও চূড়ান্ত প্রার্থীর তালিকা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে। যার অনুলিপি দিতে হবে নির্বাচন কমিশনে।

জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে ৩’শ আসনের জন্য ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের রিাটর্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

এবার নির্বাচন কমিশনের নিবন্ধিত ৩৯ টি রাজনৈতিক দলই নির্বাচনে প্রার্থী দিয়েছে।

১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তারা। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: