সিলেটের পথে ঐক্যফ্রন্ট নেতারা

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০৩:২৬ পিএম

সিলেট থেকে শুরু হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। এজন্য আজ বুধবার (১২ ডিসেম্বর) ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন সিলেটের পথে রয়েছেন বলে জানা গেছে।

সিলেটে পৌঁছেই হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরানের (র.) মাজার জিয়ারত করার কথা রয়েছে ঐক্যফ্রন্ট নেতাদের।

এরপর সেখান থেকেই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হবে।

সূত্রে খবর অনুযায়ী, বুধবার (১২ ডিসেম্বর) ১২টা ৫৫ মিনিটে জেএসডি নেতা আসম রব ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্ণধার ডা. জাফরুল্লাহ চৌধুরী সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান।

এছাড়া বেলা ৩টা ৫ মিনিটের ফ্লাইটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, বিএনপির ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম খান নজরুল ইসলাম খান ও আবদুল আওয়াল মিন্টু জোটের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, বিএনপির ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম খান নজরুল ইসলাম খান ও আবদুল আওয়াল মিন্টু।

উল্লেখ্য, এর আগে গত ২৪ অক্টোবর সিলেটে যান রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: