যে ক্ষমতা নিয়ে মাঠে নামছেন ম্যাজিস্ট্রেটরা

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৫:৪৭ পিএম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ম্যাজিস্ট্রেটরা ২৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত মোট চার দিন মাঠে থাকবে। নির্বাচন আচরণবিধি ভঙ্গ হলে এবং নির্বাচনী সহিংসতা হলে তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারকাজ চালাবেন বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে।

ইসির উপসচিব (আইন) মো. শরিফ হোসেন হায়দার জানান, একজন বিচারিক হাকিম সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল দিতে পারবেন। অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট একজন অপরাধীকে সর্বোচ্চ দুই বছরের দণ্ড দিতে পারবেন।

চার দিন ৬৫০ জন বিচারিক হাকিম ও সমান সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে।

গত মাসে সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে ৬৪০ জন বিচারিক হাকিমের খসড়া প্রণয়ন করেছে ইসি। তফসিল ঘোষণার পরপরই ৬৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করেছে কমিশন।

নির্বাচনের আগে ও পরে আরও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ডেকে পাঠানো হবে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তাদের নিরপেক্ষ ও সবার প্রতি সমানভাবে আচরণ করতে নির্দেশনা দিয়েছে ইসি।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: